লোকটি মানুষের ভিড়ে নিবিড় নিরবে নিখোঁজ নিজেকে খোঁজছে
ভগ্নলোকালয়, মগ্নসুখালয় নগ্নভোগালয় কিংবা
বহুজাতিক ডুবন্ত জাহাজ, উড়ন্ত রাজনীতি, থৈ থৈ হাহুতাশ
এবং মাতাল দুতাবাসে খুঁজছে মানুষ!
চন্দ্র-সূর্যগলা গোলাকার ঘরখানা মানুষের চাপে
চ্যাপ্টা হয়ে যায় আর লোকটি
মানুষ কোথায়?
মানুষ কোথায়?
বলে দিন-রাত জলে-স্থলে নিজেকে ঝরায়!