খোলা জানালায় তুমি কি মায়ায় বসে থাকো
চোখের ইশারায় উড়ো মেঘেদের কেনো ডাকো
আমি কালো মেঘ বর্ষা আবেগ ভরে বুকে
যদি দাঁড়িয়ে দু’হাত বাড়িয়ে যাই সম্মুখে।।
তোমার ভেজা চোখ, এলোমেলো চুল বলে কথা;
তোমার অভিমান, শত অভিযোগ, নিরবতা
ভাবায় আমায়।
তোমার চোখের ঐ অসীম শূন্যতার বলো কারণ
কোন দরজার ভাঙলে আগল হয় নিবারণ;
যদি ঝড় হই, আগল ভেঙে তোমাকে চাই?
২৯/০৮/২২
মন্তব্য করুন