চাঁদ ঘিরে বাঁচা এ মেঘের মুলুকে
তুমি কে?
বিগলিত জোছনার সংজ্ঞা খোঁজো
তুমি কি এ আঁধারের মর্ম বোঝো?
সাঁতরাও ডুব সাঁতারু
গভীর থেকে আরো গভীর নীলে
সাঁতরাও তারাদের এই মিছিলে
ডুব দাও ডুব সাঁতারু
গভীর থেকে আরো গভীর প্রেমে
বেঁধো না কেবল শুধু চোখের ফ্রেমে।
খুলে দাও মুঠো খুলে দাও
হৃদয় দিয়ে তাকে আঁকড়ে ধরো।
ঘুম ঘুম সারা রাত্রি
তবু নির্ঘুম চোখে ধাত্রী
তুমি কার ব্যথা উপশম করবে বলো
বহু জন্মের চিৎকার আসছে ভেসে
কোন আবেশে তুমি মগ্ন প্রিয়?
৩১/০৮/২২