আজ জোছনার ঢল নেমেছে
বাতাসে ফুলের সুরভী
আহা মনটা কোথায় হারালো
শুনতে যে কার পুরবী!!
এই এলোমেলো গল্পের রাত
ধুয়ে মুছে দিচ্ছে আঘাত
তুমি পর্দা সরিয়ে দেখো
থেমে গেছে সব সংঘাত।
কেনো আড়ালে রয়েছো কবি…
কেনো উপমার দুর্বলতায়
ভুগবে তোমার কবিতা
যদি মনের জানালা খুলে দাও
বলবে আকাশও কথা
হাজারো বিমূর্ত ছবি।
এই জনমানবের নগরে
শিল্পের জলসাঘরে
মুখপোড়া অসুখী মানুষ!
তুমি একবার পেছনে ফিরে
যদি খুঁজতে তোমাকে কবি…
০৬/০৯/২২
মন্তব্য করুন