মন চাই রঙ করি জঙ ধরা মনটা
পাছে লোকে কিছু বলে এই আবরণটা
তুলে ফেলি, খুলে ফেলি সবকটা জানালা
পারি না পারি না ভাই, পারি আমি কোনটা?
লুট হই স্যুট হই তবু দিন যাচ্ছে
কাটা কবুতর যেনো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে
নেউলের থাবা বাবা বাঁচার উপায় কি
জানি না, জানি শুধু ফেসবুক, লাইকি!
কোট প্যান্ট টাই কি
কোনো দুলাভাই কি
সমাধান দিচ্ছে?
নাকি কেড়ে নিচ্ছে সখের সবুজটা
একান্ত বুঝটা
জীবন চলার পথে একলা অবুঝটা
বলতেও পারছেনা তার প্রয়োজনটা।
ছোট্ট শহরটা চারিদিকে বাড়ছে
বাড়ছে দেদারসে
যানযট, উদ্ভট লোকেদের সংখ্যা
বাড়ছে আশংকা- হচ্ছি শ্রীলংকা?
ধুর মিঞা বাজে কথা, কান দেয়া যাবে না;
চুপচাপ দেখ্ বেটা, জান দেয়া যাবে না।
আমি মরি চিন্তায়; সুখ পাখি ছিনতাই
হয়ে গেছে, সারাদিন মুখটা মলিন তাই।
সুখ পাখি মর্ত্যে
আসে ফিরে অর্থে
এই বিশ্বাস নিয়ে পড়লাম ঝাপিয়ে
সারাদিন দাপিয়ে
গোটা দেশ কাঁপিয়ে
তিন অংকে তুষ্ট নই তবু দুষ্ট চক্রকে গালি দিয়ে
কোনোমতে বেঁচে ফিরি নানা জোড়াতালি দিয়ে।
এইতো জীবনটা কেটে কুটে যাচ্ছে
কাটা কবুতর যেনো শুধু তড়পাচ্ছে
তবু মন গাচ্ছে বিজয়ের গান
শুনতে তো ভালো লাগে রঙিন শ্লোগান
তাই খুলতেও পারছি না এই আভরণটা।
কষ্টের মাঝে তাই হাসি দাঁত কেলিয়ে
দেয় দিক রাজা লোক লষ্কর লেলিয়ে
এইবার রঙ করে জঙ ধরা মনটা
বলবই মুখ ফুটে আমি চাই কোনটা।
০৭/০৯/২২
মন্তব্য করুন