চাটুকার পাখি তুই কার গান গাস
বেসুরো গলায় ক্যান কান কামড়াস?
তোর ডানা হাওয়া দেয় জালিমের তখতে
জুলুমের অবসান হোক তোর রক্তে।
চাটুকার পাখি তোর কণ্ঠের জোর
থাকুক যতোই শুধু এটা জেনে রাখ
রাত শেষে আসবেই রক্তিম ভোর
ছিঁড়বেই একদিন মিথ্যার ঢাক।
০৭/০৯/২২
চাটুকার পাখি তুই কার গান গাস
বেসুরো গলায় ক্যান কান কামড়াস?
তোর ডানা হাওয়া দেয় জালিমের তখতে
জুলুমের অবসান হোক তোর রক্তে।
চাটুকার পাখি তোর কণ্ঠের জোর
থাকুক যতোই শুধু এটা জেনে রাখ
রাত শেষে আসবেই রক্তিম ভোর
ছিঁড়বেই একদিন মিথ্যার ঢাক।
০৭/০৯/২২
মন্তব্য করুন