এই ব্যথার নেই ঔষধ
তবু নির্বোধ চায় উপশম
খোদার কসম খোদার কসম
ফিরে আসা ছাড়া নেই উপশম।।
টাকার পাহাড় নয় রুহের আহার,
এই সঞ্চয় কি কাজে লাগবে তোমার?
আঁধার গিলে খাবে তোমার শরীর
এইতো জীবনের উপসংহার।।
খোদার কসম, খোদার কসম…
দু’কান পেতে তুমি তোমাকে শোনো
নিজেকে অচেনা লাগছে নাকি?
বিবেকের কাছে প্রশ্ন করো
মিথ্যা বলে কাকে দিচ্ছ ফাঁকি??
খোদার কসম, খোদার কসম…
২০/০৯/২২
মন্তব্য করুন