লাখ টাকা জলে যায়, জল কম্বলে যায়
কনকনে শীতে ভেজা কম্বল হাতড়াই;
সুখ সুখ সুখ চাই, সুখপাখি উড়ে যায়,
আজ আছি কাল নাই এইতো জীবন
এই জীবনের জন্যই এতো আয়োজন!
হোক দুনিয়া দু’দিন তবু আসবে সুদিন
এই বিশ্বাস বুকে নিয়ে আরো কিছু দিন
চাই গাইতে এ গান, এই দীপ্ত শ্লোগান
মুখে বুক টানটান করে সামনে দাঁড়াই,
আসে আসুক বুলেট তাকে স্বাগত জানাই
চাই শহীদি মরণ।
ইনসাফ ইনসাফ ইনসাফ চাই
ভাই পাই বা না পাই
এই চাওয়াটাই দায়,
হক কথা বলাটা হক পথে চলাটা
ছক করা জীবনের লক করা গলাটা
একটু বাড়িয়ে যদি স্বপ্নের দলাটা
মুখে পুরে ঢক করে নাই গিললাম
বলবো কি করে- আমি মিছিলে ছিলাম।
এই মিছিলের শেষ নেই
দেশ বা বিদেশ নেই
পৃথিবীর সবখানে আদি থেকে অন্ত
জুলুমের ইতি টেনে আনতে বসন্ত
এ মিছিল চলছে
তুমিও শ্লোগান দাও চুপ করে থেকো না
সত্যের পক্ষে কথা বলা শেখোনা
তা না হলে তুমিও জালিমের পক্ষে
ডাকছো নাক ডাকো বসে এসি কক্ষে
লাগলে আগুন যদি বয়ে যায় খুন
কৌশলে বেঁচে যাবে প্ল্যান সুনিপুণ!
কতোদিন বাঁচবে? আর কতক্ষণ?
আজ আছি কাল নাই এইতো জীবন।
রুটি রুজি খুঁজতেই
বুঝতে না বুঝতেই জীবনটা পার!
বলি, মুখ কেনো ভার এই মিথ্যে মায়ার
পিছে পিছে সারাদিন ঘুরে বাড়ালে যে ঋণ
সেই ঋণ শোধরাও তুমি শুনতে কি পাও,
সাক্ষীর ভূমিকায় প্রিয় হাতটাও!
এই অর্থের ভার যেনো তোমাকে আবার
সাধ্যের চেয়ে বেশি বইতে না হয়,
সম্পদ সঞ্চয় করে জীবনটা ক্ষয়
যদি মৃত্যুর পরে দোজখের খড়ি হয়
তবে করো তুমি ভয়।
এই জয় পরাজয়, এই নাম পরিচয়
সবই সময়ের প্রয়োজন ছাড়া কিছু নয়।
এই নদীর দুকূল জুড়ে ভুল শুধু ভুল
যদি বৃক্ষের ভারে ছিড়ে যায় তার মূল
তবে মিথ্যে এ বাড় তার কেনো দরকার,
এই ব্যাংক বীমা আদালত কেনো দরকার
এই রাষ্ট্র এ সরকার কেনো দরকার?
যদি সেবাটাই মূল তবে হোক ভন্ডুল
সব জালিমের চাল
ফের আসুক সকাল,
সৎ লোক ফিরে পাক সঠিক আসন।
০৯/০৯/২২
মন্তব্য করুন