আমাদের উত্থান হবে সবুজ তরুণ চারার মতো
মাটি ফুঁড়ে অথচ মাথায় কোনো ধুলো থাকবে না;
আমরা আকাশের সাথে কথা বলবো
তবে শিকড় গেড়ে দেবো মাটির গভীরে।
আমাদের শাখায় পাখিরা বাসা বাঁধবে
সুমিষ্ট ফল থেকে ঠোঁট ডুবিয়ে পান করবে
আর বীজগুলো ছড়িয়ে দেবে
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে।
আমাদের ছায়ায় বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে
মঞ্জিলে মাকসুদের পথে যাত্রা শুরু করবে
অসংখ্য মুসাফির।
আমাদের উত্থান হবে সবুজ তরুণ চারার মতো
মাটি ফুঁড়ে অথচ মাথায় কোনো ধুলো থাকবে না।
২৩/০৯/২২
মন্তব্য করুন