বন্ধু জানলা খুলে দে / সাইফ আলি

বন্ধু জানলা খুলে দে
পর্দাটা সরা
এই নরম আকাশ ডাকছে তোকে!
উড়ছে একটা চিল ঘুড়ি
চল তার সাথে উড়ি
সারাদিন উড়ে বেড়াই।।

জোনাক না মৌমাছি
বল কোনটা হতে চাস
আমি বৃষ্টি হলে তুই
রোদ, রঙধনু আঁকাস
ঐ নীল সামিয়ানায়।।

চল নৌকা ভেলাতে
আজ সন্ধ্যাবেলাতে
পদ্মা পাড়ি দিই,
ভাঙা-গড়ার খেলা
খেলছে সারাবেলা
চল আমরাও শিখি।
নরম কাশের বন
কোন শক্তিতে ভাঙন
রুখে দিতে চায়!
চল তার কাছে শিখি
কিভাবে বাতাসে
দোলে একসাথে সবাই।।

এই ব্যস্ত কলোনির
অভ্যস্ত পাখিরা
কেউ জানলো না তোকে
তুই কাঁদবি সেই শোকে?
সব জানলা খুলে দে
দে পর্দা তুলে দে
দেখ তোর দুটো চোখে
যা দেখতে মনে চায়।।

২১/০৯/২২

এখানে আপনার মন্তব্য রেখে যান