একটা ঘাসে এক আকাশে
বিন্দু শিশির ঝিলমিল তারা
দেখছি আমি দেখছে এ চোখ
হচ্ছি ভেবে দিশেহারা
কার ইশারায় কোন সে মায়ায়
হচ্ছে হৃদয় পাগল পারা।।
দূর দূর ঐ পাহাড় পাড়ায়
ঝির ঝির ঝর্ণা ছুটে যায়
অযাচিত এক শীতল ছোয়ায়
বুনো ফুলেদের রাত কেটে যায়।।
সেই রাত অবসরে
ভেবে পাইনা ক‚ল কিনারা;
ও আল্লাহ তুমি দিওগো ক্ষমা
এই প্রতিটা নিঃশ্বাসই তোমার করুণা।
নীল নীল ঐ আকাশের ছাদ
ভেজা ভেজা মেঘ করেছে আবাদ
বৃষ্টি নামবে কি হয়তো নামবে না
সন্দেহ মনে বেধেছে দানা।।
সেই সন্দিহান চোখে
ভেবে পাইনা ক‚ল কিনারা ;
ও আল্লাহ তুমি দিওগো ক্ষমা
এই প্রতিটা নিঃশ্বাসই তোমার করুণা।
মন্তব্য করুন