আকাশের নীল মিলিয়ে যাচ্ছে
মিলিয়ে যাচ্ছে নদীর ঢেউ
হয়তো কোথাও মিলিয়ে যাচ্ছি
আমি কিংবা আমার কেউ।
কাশবনে, কেউ পথের বাঁকে
তার দিকে যে তাকিয়ে থাকে
সেও মিলিয়ে যাচ্ছে কেমন
দিকভোলা এক পাখির ঝাঁকে।
উড়ো মেঘের ছায়ার মতো
পোষ না মানা মায়ার মতো
মিলিয়ে যাচ্ছে নাটাই ছেঁড়া
একটা শাদা ঘুড়ির মতো…
২৪/০৯/২২
মন্তব্য করুন