আমার গানে বাজছো তুমি
তোমার বুকে আমার ঢেউ,
নীল সাগরে ডুবলে তখন
সঙ্গী করে নিও আমাকেও।।
তোমার চোখে বাঁধতে বাসা
ফুরোয় যদি মুখের ভাষা,
হৃদয় ভাঙার আগে একবার
দু’চোখ রেখো তুমি আমার চোখেও।।
তোমার ঠোঁটে প্রেমের ছিটা
মুচকি হাসির ঐ চিঠিটা
যাক না হয়ে কেবল আমার
না পাঠ করুক তা অন্য কেউ।।
১৫/১১/২২
মন্তব্য করুন