উড়ুন জনাব উড়ুন
ফুলিয়ে ছাতি
হচ্ছেন যে আত্মঘাতী
বুঝছেন তো? তা বেশ ভালো,
নিজের হাতেই নিজের কবর খুঁড়ুন।
উড়ুন জনাব উড়ুন…
বয়ান দেওয়া একটুখানি কমান
আয়নাতে মুখ দেখুন,
কি মনে হয়? ঠিক আছে সব?
বলছেন যা খোদার নামে
করছেন না ডাইনে বামে?
এক্কেবারে সোজা?
খুব সাবধান, ভীষণ ভারি বোঝা!
যুগ জামানা পাল্টে গেছে
জবানটাকে লাগাম দেওয়া খুব প্রয়োজন
তোষামোদের পিচ্ছিলতায় হোঁচট খাবেন যখন তখন,
ফেরার সময় পাবেন না;
অহংকারে অন্ধ হয়ে যাবেন না।
১৭/১১/২২
মন্তব্য করুন