তুই শাপলা হলে আমি হবো শাপলা ভরা ঝিল
তুই রোদের মতো আমার বুকে করিসরে ঝিলমিল।।
তুই তারা হলে আমি হবো আকাশ উদোম বুকে
তুই একটু খালি আমার প্রাণে প্রাণ দে প্রিয়া ফুঁকে।
না দিলে বকুল সুখে সুখী হতে হবেরে মুশকিল…
তুই বৃষ্টি হলে চাষি হবো করবো বারোমাস
পাথর কেটে কেটে তাতেও ভালোবাসার চাষ
না হলে যা হয়ে তুই আমার গানের প্রিয় অন্তমিল।।
১৫/১১/২২
মন্তব্য করুন