ফিরেছি তোমার দিকে
গ্রহণ করো গ্রহণ করো গ্রহণ করো আমাকে…
পাপেরই আঁধারে ছেড়োনা গো প্রভূ
রহমের ভান্ডার জানি পূর্ণ তোমার,
তাওবা কবুলের পথে যতো বাধা
তুমি দূর করে দাও, তুলে নাও এ আঁধার।।
জালিমের কাতারে রেখোনা আমাকে…
মহাশূন্য বুকে নেই চন্দ্র তারা
একাকি এ পথিক আজ দিশেহারা
দু’চোখে শাহারা; প্রভূ ক্ষমা করো…
যাপিত জীবনের গলিপথ ঠাসা
অবাধ্য মনের যতো চাওয়া পাওয়ায়,
বুঝেছি এবেলা নাই তুমি ছাড়া
অসহায় গোলামের আর কোনো সহায়।।
চেওনা গো হিসাব তুমি শেষ বিচারে…
১৭/১১/২২
মন্তব্য করুন