আহত পাখির স্বরে গান খুঁজে ফেরো
আহত নদীর বুকে চর সুন্দর
অভিমানে মেঘ যদি ফিরে যায় বন্ধু
বৃষ্টিও পুঁড়ায় অন্তর।।
যাপনের শিল্পটা খুব ভালো জানা নেই
নিজেকে শিল্পী আমি ভাবি না
ব্যথার পাহাড়ে তুমি ঝর্ণার ধারা হও
এর চেয়ে বেশিকিছু দাবী না;
বয়ে চলো বুকের ভিতর…
কোলাহল থেমে যদি চাঁদ নামে আকাশে
জোছনার গ্লাস হাতে আসবে?
সমুদ্র সৈকতে একাকি ঝিনুক হবো
তুমি কি লবন জলে ভাসবে?
কি হবে তোমার উত্তর?
২৬/১১/২২
মন্তব্য করুন