কি দিন পড়লো রে আজকাল / সাইফ আলি

১ম : সালাম
২য় : ওয়ালাইকুম আস সালাম
ইট্টু আগে তোগের বাড়ির সামনে দিয়েই আলাম
তোর বাপের দেখে কোনোমতে জান নিয়ে পালালাম;
৩য় : তা কালাম,
ভালোই তো দিন যাচ্ছে নাকি খবর টবর পালাম?
১ম : ঐতো চলছে মুটামুটি
রাত্রিবেলা ঘুটাঘুটি সকালে দুই রুটি
৩য় : শুনলাম রুই কাতলা কস পুটি!?
১ম : এট্টা কথা কই শোন রাখিস গোপন
ভাই, ভালো নেই মন;
ভাই, ভালো নেই শরীরডা আগের মতোন;
যখন তখন কিছু হলি প্রয়োজন
সবাই তো আমারই করবে স্মরণ
আমি টাকা কনে পাই
এতো বাজার সদায়!
ধর যেটুকু কামাই
তাতে কোনোমতে টেনেটুনে কুড়ি দিন যায়।

২য় : কি বলিস ভাই
তোর মুখে তো এরম কথা আগে শুনিনাই!

১ম : কলি পারে শুনতি
এই বাজারে নাড়তি গেলি হাড়ি কড়াই খুন্তি
মানিব্যাগ ফাঁকা
এ টিরাকের চাকা!
লাগে কতো তেল
ঘুরায় যে সেই জানে সেই বোঝে খেল।

২য় : তালি আমার কথা কই
সকাল বিকাল সবাই খালি অংক শিখয়
আমি অংকে মারি ফেল
আমার বাপের হোটেলটাও লাগে পর পর;
‘মণি এট্টা কিছু কর,
এট্টা কিছু কররে সুনা সংসারের হাল ধর।’
আম্মাজানে কয়।
আমার বেকার পরিচয়
য্যান চিরন্তন অক্ষয়!

৩য় : সমস্যা কই আমার
সফলতার গল্প শুনে করতি গেলাম খামার
সেই খামারে লাল বাতি
বাপের সামনে দাঁড়াত গেলি শুকোয় বুকির ছাতি
ভাবছি দিবারাতই
কূলকিনারা পাচ্ছিনে ভাই পাচ্ছিনে মিলাতি;
আমার নিয়ে হতাশ নাকি এখন গুটা জাতি!

২য় : ঐতো আইছে পোলা ভালো, (৫ম আসবে)
১ম : ভালো ঐ পাড়ার জালালও
এতো অল্প দিনি ক্যামনে হালা লাখ টাকা কামালো?
৪র্থ : আরে লাখ না কোটিপতি
টাকার ঠেলায় এখন নাকি পারে না ঘুমতি!
বউয়ের নামে বাড়ি কিনছে কোটি টাকার গাড়ি…

২য় : শুনছি নাকি বউয়ের সাথে হচ্ছে ছাড়াছাড়ি
৩য় : কি কস এত্তো তাড়াতাড়ি!
৪র্থ : ওসব উপর তলার খবর করে লাভ কি নাড়ানাড়ি
আমার চায়ের দোকানদারি
করি যট্টুকুন যা পারি
অবসরে বসে বসে মশা-মাছি মারি!

৫ম: তুইই আছির ভালো ভাই
সারাদিনির কাজ শেষে পাস বউরে বিছানায়,
আমরা শিক্ষার নামে ভিক্ষার থালা নামছি হাতে নিয়ে
পারলি ভাইভা বোর্ডে নলি গিলে সব খাতো চিবিয়ে,
ভাবছি ছাড়েই দেবো হাল
এই উথাল পাথাল ঢেউয়ে আমার নাওডা বেসামাল।

১ম : তোর খবর কি জামাল?
৬ষ্ঠ: ধুরো মাথামুথা টাল
এক কোম্পানির চাকরি নিয়ে গেলাম বরিশাল
এই সুযোগে বউডা পাইছে লাখপতি এক মাল
অনলাইনে পিরিত করে অফলাইনে ফাল
কাগের জন্যি ঘর ছাড়ে ক গেলাম বরিশাল?
২য় : কি দিন পড়লো রে আজকাল
খারাপ খবর আসছে কানে সকাল বিকাল।
ইট্টুসকানি সুকির জন্যি কাটতি যায়ে খাল
খালের সঙ্গে কুমির ফিরি পালাম চিরকাল।
বাংলা ছবির নায়ক হলি ঠেলা গাড়ি ঠেলে
কপাল রাজের রাজত্ব সব উল্টে দিতাম ফেলে।

২০/১১/২২

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: