১ম: পাখিদের ঘর ঠাসা আসবাবপত্র
যত্রতত্র এটা ওটা ছিটানো
ধারদেনা মিটানো সম্ভব হচ্ছেনা
মোচ্ছেনা দুঃখ
বিষয়টা সুক্ষ্ম, বোঝেনা সবাই;
পাখিরাই পাখিদের করছি জবাই।।
কোরাস: আকাশটা নীল ক্যান
দরজায় খিল ক্যান
ভুখার মিছিল ক্যান বড়ো রাস্তায়!?
২য়: ভাই আমরা সবাই
দুইবেলা চাটি আর একবেলা খাই…
১ম: সব পোকামাকড়ের পেটে হচ্ছি হজম
তবু কথা কই কম,
ক্যান কথা কই কম?
ভাই বুকে নেই দম;
বসে বসে কাটা ঘায়ে লাগাই মলম;
বসে লাগাই মলম
নেই চাল ডাল গম
তবু চাই উপশম
আজ পাখিরাই পাখিদের করছি জখম।
কোরাস: যতো দুর্নীতিবাজরাই তুলছে আওয়াজ
আহা! চোরেদের হাতে গড়া সাধুর সমাজ!
এই জালিমের রাজ কবে হবে ভন্ডুল
কবে কাঠের পুতুল সব উঠবো নড়ে?
দেখবো আকাশ নীল, পাখিরা ওড়ে!
২য়: চোখে নেই ঘুম ভাবি আকাশ কুসুম
কখন দেখান মুখ নতুন কুটুম
গর্তে লুকোয় চোখ, পাকে দাড়ি চুল
কথা বললেই ভরো কথার মাশুল!
ভরো কথার মাশুল, প্রতিদিন প্রতিকূল
যেনো বিপন্ন জাহাজের ভাঙা মাস্তুল।
৩য়: ভাই, বড়ো ইস্কুল
তাই বড়ো বড়ো ভুল।
১ম: সেই ভুলের মাশুল গুনে গুনে যায় দিন
যায় যায় রাত দিন;
সপ্তায় সাত দিন
খাই লাথি গুঁতা ঠুল
তবু ছুড়ে দিয়ে ফুল
বলি শিক্ষাই মূল!
ভাই, বড়ো ইস্কুল
তাই বড়ো বড়ো ভুল;
আমাদের কাজ দেওয়া ভুলের মাশুল
তাই গোঁফ দাড়ি চুল
বসে বসে উপড়াই!
২য়: ভাই খোদার কসম আমি কথা বলি কম
বহুদিন হলো ভয়ে ধরি না কলম
কেউ লাথি গুঁতা দিলে বসে লাগাই মলম,
কাজ বোকা পাখিদের তাই ডানে বামে যাই
মালিকের খাই তার গুণগান গাই;
সাবধানে পেট ভরে পিঠটা বাঁচাই।
কোরাস: এই ডানার জখম সেরে উঠবো কবে
ইচ্ছে স্বাধীন বলো ছুটবো কবে
ভাবতেই ক্যানো যেনো ভাবনা হারাই
চকচকে ছুরি রাখি পাখির গলায়
আজ পাখিরাই পাখিদের করছি জবাই।
১৮/১১/২২
মন্তব্য করুন