মহাসাগরের নীল জলে
ডুবে যাওয়া জাহাজের ঘুম
কেউ ভাঙাবে না কোনোদিন আর
ভাবতেই দুচোখ আমার
কেনো ভার হয়ে আসে এমন;
তবে মিথ্যে কি সব আয়োজন?
পাঁজরের উষ্ণতা মেপে
এই ভালোবাসাবাসি সংক্ষেপে
হারাবে সকল আবেদন
ভাবতেই দুচোখ আমার
কেনো জলে ভরে ওঠে এমন;
তবে মিথ্যে কি সব আয়োজন?
এই অহংবাতির তেজি আলো
মুহূর্তে নেই হয়ে যায়
রূপালী পর্দা চোখের
নিকষ আঁধারে হারায়
তবু নফসের বিমূর্ত মায়া
ঘিরে রাখে ক্ষুদ্র জীবন।
২৩/১১/২২
মন্তব্য করুন