আমাদের খোলা চিঠি উড়ে যাবে আকাশে
আকাশের মালিকের ঠিকানায়
যদি পারো রুখে দিতে রুখে দাও
বিচারের কাঠগড়া তোমাদেরও জন্য
প্রস্তুত হবে ঠিক জেনে নাও।।
আমাদের শস্যে পাখিদের হক আছে
নেই কোনো উদ্ধত জালিমের
আমাদের ঘরগুলো ভেঙেচুরে যাক তবু
সামনে দাঁড়াক গোটা তাগুতের।
হে তাগুত শুনে নাও, ষড়যন্ত্রের জাল
যতো পারো আজ তুমি বুনে নাও;
এ জাল ছিঁড়েই হবে নতুন সূর্যোদয়
পারলে আঁধার এনে ঢেকে দাও।।
আগ্রাসনের মহামন্ত্রে তোমার
একদিন সব ষড়যন্ত্রে তোমার
পদাঘাত করবোই করবো
একদিন টুটি চেপে ধরবো।
আমাদের কলমের কালি গেলে শুকিয়ে
বুকের রক্ত হবে কালি ফের
কালেমার পতাকায় সাজাবো আকাশ আর
সিনা হবে টান টান আলিফের।
হে তাগুত শুনে নাও, ষড়যন্ত্রের জাল
যতো পারো আজ তুমি বুনে নাও;
এ জাল ছিঁড়েই হবে নতুন সূর্যোদয়
পারলে আঁধার এনে ঢেকে দাও।।
২৮/১১/২২
মন্তব্য করুন