এসোনা বন্ধু কিছু পথ আজ পাড়ি দিই একসাথে
কিছুটা আলাপ সেরে নেয়া যাক তুমি আমি মুখোমুখি
সময়ের ধুলো জমেছে পাতায় এসোনা বৃষ্টি আনি
মেঘ জমতেই কেনো হও তুমি দুঃখী?
ধুয়ে মুছে যাক কবিতার কালি, বুকের ডায়েরি খোলো
এসোনা বন্ধু নিরবতা ভাঙি, বেলাতো অনেক হোলো;
পরষ্পরের পেয়ালায় আজ না হয় কিছুটা ঝুঁকি-
কেবল ফুলেই বাগান রচনা হয়নি তোমার জানি
হয়না কারোরই একলাই কেনো বইবে কাঁটার গ্লানি;
এসো আজ কিছু বুনো ফুল তুলি, বুনো সুখে হই সুখী।
৩০/১১/২২
মন্তব্য করুন