আমি রাখবো না ধরে আমার শহরে
উড়ে যাও পাখি উড়ে যাও,
তুমি ভীরু পায়ে কেনো জানালায় এসে
প্রেমিকের মতো পুড়ে যাও!?
বিশ্ববাজারে মন্দা ভীষণ সস্তায় প্রেম বিকোনা
মার্কেট ভ্যালু আমলে না নিয়ে গান টান জেনো শিখোনা
শিখলে সে গান সেধো না এখানে, দূরে যাও পাখি দূরে যাও-
ভীরু পায়ে কেনো জানালায় এসে
প্রেমিকের মতো পুড়ে যাও!
বাতাসে এখন বারুদ ভীষণ
যেদিকে তাকাও পুড়ে যাওয়া বন
তবু অকারণ কেনো পাখি তুমি আসলে?
তুমি হারাবে তোমার পালকের রঙ এ শহর ভালোবাসলে;
পাখি, বুক পেতে আছি, নখরে তোমার পারলে পাথর খুঁড়ে নাও।
৩০/১১/২২
মন্তব্য করুন