লাল ঘুড়ি কয় উড়ি উড়ি / সাইফ আলি

লাল ঘুড়ি কয় উড়ি উড়ি
নীল ঘুড়ি কয়- না না,
উড়তে গিয়ে সুতো কাটার
দুঃখ আমার জানা।
সবুজ ঘুড়ির সবুজ বুকে
স্বপ্ন বাঁধে দানা…
পাহাড় চুড়োয়, মেঘের দেশে
গাড়তে চায় আস্তানা।।

ঘুড়ি ঘুড়ি মানুষ ঘুড়ি
ফানুস ঘুড়ি পোড়ায় পুড়ি,
যেই ঘুড়িটার বয়স কুড়ি
সে মানে না মানা;
পাহাড় চুড়োয়, মেঘের দেশে
গাড়তে চায় আস্তানা।।

পাখির ডানা নাই রে ঘুড়ির
পাখির ডানা নাই,
তার আকাশেই উড়বে ঘুড়ি
যার হাতে নাটাই।

চিলে ঘুড়ি বাক্স ঘুড়ি, ঘুড়ির কতো রূপ
কাটলে সুতো বুকের জমিন নিথর নিশ্চুপ;
যতই উঠুক উঁচুতে তার নেইতো পাখির ডানা
নাটাই সুতোয় বাঁধা ঘুড়ির সীমিত সীমানা।।

০৩/১২/২২

এখানে আপনার মন্তব্য রেখে যান