কেউ বেচে দেয় বুকের জমিন কেউ বেচে দেয় ঘর
কেউ বেচে দেয় দেশ জনগণ কেউ ব্যাচে অন্তর
বেচে কিনে কেউ ধনী হয় কেউ হয়ে যায় দাস
কেউ লেখে নেয় দলিল করে নিজের সর্বনাশ।।
আমি বেচবো কিছু, করবো সদায় নিত্য প্রয়োজন
প্রভু, তোমার হাতেই রেখো এ মনঘুড়ির নিয়ন্ত্রণ।
দুখের হাটে সুখ ব্যাচে কেউ, সুখের হাটে দুখ!
অন্ধকারে মগজ বেচে আলোয় ব্যাচে মুখ!!
সই ব্যাচে কেউ, মই ব্যাচে কেউ, কেউ বেচে দেয় নাও;
শহর ব্যাচে নগর ব্যাচে, ব্যাচে সবুজ গাও!
আমি বেচবো কিছু, করবো সদায় নিত্য প্রয়োজন
প্রভু, তোমার হাতেই রেখো এ মনঘুড়ির নিয়ন্ত্রণ।
মন ব্যাচে যে শরীর ব্যাচে, ব্যাচে সখের ফুল
কেউ চেনে না তারে; সবাই বাঁধায় হুলুস্থুল
একটু দামে বেচলে পুটি কিংবা পাঙাশ, কই!
বুদ্ধিজীবী বিবেক বেচে কিনতে পারে বই!
আমি বেচবো কিছু, করবো সদায় নিত্য প্রয়োজন
প্রভু, তোমার হাতেই রেখো এ মনঘুড়ির নিয়ন্ত্রণ।
০৪/১২/২২
মন্তব্য করুন