প্রজাপতি তুমি উড়ে যাও এই শহরে তোমার কাজ নেই,
ফুলের বাগান, পাখিদের গান, দুর্বার কারু ভাঁজ নেই।।
এই ধুসর শাড়ির আঁচল পুড়েছে কালো কালো ফুল সুখে
এরা স্বার্থনীতির ঢেঁকিতে পিষেছে হৃদয় তৃপ্ত মুখে,
সুদের টাকায় দুধের বাটিতে ঝুঁকেছে দুচোখ বুঁজে!
প্রজাপতি তুমি প্রশান্তি চাও? এখানে পাবে না খুঁজে।
এই জমাট আঁধার কাটবে কখন তারও কোনো আন্দাজ নেই।
এখানে ভীষণ যান্ত্রিক মন অতিথি সেবার চল নেই
টাকার কুমির অথচ এদের কারো কোনো সম্বল নেই;
বাতাসে এদের বয়স বাড়ছে হুতোসে বাড়ছে দুঃখ
পৃথিবীর বুকে কোনোভাবে যেনো বেঁচে থাকাটাই মুখ্য।
এই ব্যস্ত শহর একাকী ভীষণ, এখানে তোমার কাজ নেই।
০৫/১২/২২
মন্তব্য করুন