আর মেঘেদের মতো তুমি গাও সেই গান
অঝোর ধারায় হোক বর্ষণ ফের
জীবনের ছোঁয়া পেয়ে জাগুক মিছিল
এখনো অনেক পথ বাকি আমাদের।।
তুমি কি কাতর পাখি ডানার ব্যথায়
জমিনে তোমার কোনো অবসর নেই,
তুমি কি পুড়ছো একা ভাবছো এমন
হাজারো সঙ্গী পাবে হাত বাড়ালেই।।
তুমি কি চাওনা ছায়া বলো আরশের?
সীমাহীন সুখ নিয়ে পৃথিবীতে কেউ
আসেনি, কখনো জানি আসবেও না,
কাটার আঘাত পেয়ে পুড়ালে বাগান
সেখানে গোলাপ কুড়ি হাসবেও না।।
তুমি কি ভুলেছো প্রিয় ছন্দ পথের?
১৩/১২/২২
মন্তব্য করুন