গাছের পাতা ফুল পাখিরা গাইছে তোমার গান
তোমার নামের জিকির তুলে ঝর্ণা বহমান…
অসীম আকাশ তোমায় ডাকে
তোমায় ডাকে লক্ষ্য তারা
তোমার ডেকে ডেকে জানি
পাথর পাহাড় পাগলপারা।।
তবুও আমার ডাকে সাড়া
দিচ্ছ রহমান!
অপরাধের বসলে (করলে) বিচার
জানি সেদিন পাবো না পার,
সুপথ দেখাও ক্ষমা করো
চাইনা কিছু আর।
গাছের পাতা ফুল পাখিরা গাইছে গান তোমার…
মরুর ধুলো তোমায় ডাকে
তোমায় ডাকে শ্রাবণধারা,
যে মন কেবল সমর্পিত
সেই বোঝে সকল ইশারা।।
সমর্পণের সুযোগ কোরে দাওগো রহমান।
২০/০১/২৩
মন্তব্য করুন