ও চোখের কাজল নিতে মেঘের কাছে গিয়েছিলাম
ও কাতর ফুলদানিতে হৃদয় জমা দিয়েছিলাম,
আমি ওর সরলতার বর্ণনা দিই কোন ভাষাতে
কতিপয় শব্দ ছাড়া আর কি আছে আমার হাতে!
আমি এক শব্দচাষী ভালোবাসি বাসতে ভালো
ও ঠোঁটের গোলাপ হাসি আজ এ রাতের ঘুম তাড়ালো।।
আমি এক বন্দী এখন ঐ দুচোখের জেলখানাতে!
বলেছি হৃদয় ভেঙে কি সুখ পাবে, সন্ধি করো
না হলে হাতকড়া নাও, আমায় তুমি বন্দী করো।।
যদি খুব বৃষ্টি নামে ভিজবে বলো আমার সাথে?
১৮/০১/২৩
মন্তব্য করুন