তোমার দয়ায় জাহান সারা
আলোক পেল চাঁদ সিতারা
জাগলো নদী, ঝর্ণাধারা,
ইয়া রাহমানো, ইয়া রাহীমো।।
জীবন জাগে তোমার দয়ায়
জীবন বাঁচে তোমার মায়ায়
সবুজ ঘাসে, লতায় পাতায়
ফুল হেসে চায় পলকহারা
ইয়া রাহমানো, ইয়া রাহীমো।।
ফুলে মধু ভরাও তুমি
বিপদ থেকে তরাও তুমি
সকল বাধা সরাও তুমি,
মিটাও আঁধার পাষাণ কারা
ইয়া রাহমানো, ইয়া রাহীমো।।
তোমার দয়া আকাশ নীলে
তোমার দয়া এই নিখিলে
বুদ্ধি বিবেক তুমি দিলে
রাসূল দিলে প্রাণ পিয়ারা
ইয়া রাহমানো, ইয়া রাহীমো।।
সুর : আবদুল লতিফ
মন্তব্য করুন