তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে
তোমার দয়া দাও ছড়িয়ে মাগরিবে মাশরিকে।।
স্রষ্টা তুমি সৃষ্টি করো
মহান- কৃপা দৃষ্টি করো
দাও সাজিয়ে আলোর ফুলে
আকাশ পৃথিবীকে।।
মহিমা আর শক্তি তোমার কেউ জানে না কত
তোমার দয়ার প্রকাশ দেখি আমরা অবিরত।
প্রভু তুমি লালন করো
স্নেহের নীড়ে পালন করো
ফুল, পাখি আর পতঙ্গ, কীট
সকল প্রাণীকে।।
সুর: আবদুল লতিফ
মন্তব্য করুন