মোর গোপন কাহিনী জানো
যে কথা জানে না
নিশুত রাতের তারা
যে কথা জানে না
সাগরের বারিধারা।।
যে কথা ঘুমায় আকাশের গায়
ঘন অরণ্য নীল-প্রচ্ছায়
যে কথা হারায়ে সাহারা হ’য়েছে
হুতাশ শান্তিহারা।।
যে কথার লোভে মৌমাছি দিন
গোধূলী মধুতে হয় রংগিন
যে কথায় জ্বলে নিশিথ-স্বপ্ন
বহ্নি মেঘের পাড়া।।
[গানটি “আহমদ আবদুল্লাহ” ছদ্মনামে মাসিক মোহাম্মদী পত্রিকায় আষাঢ় ১৩৫২ সনে প্রকাশিত হয়। ]
মন্তব্য করুন