তুমি আলতো হাতে পরো খোঁপায় কুসুম
আমি দূর থেকে তাই
দেখি আর ব্যথা পাই।।
বসন্ত এলে বনে কৃষ্ণচূড়া
হয় মুখরা
রঙে রঙে ভরে তার আকাশ, ধরা।
আমি জানি না তো কেন ফুল
দু’হাতে ছড়াই।।
বনের ময়ূরী তুমি
ফেরাও গ্রীবা
আহা হাসিতে ঝরাও কত
রাতের বিভা।
বাঁকা চোখে কত যাদু
ওঠে উছলি
কি করে বলি;
বুকে শুধু কেঁপে ওঠে গানের কলি
আমি তোমারেই বারবার ফিরে ফিরে চাই।।
সুর: আনোয়ার উদ্দিন খান
মন্তব্য করুন