পথে যেতে দেখি আমি যারে
কপালে টিপের যাদু
কপোলে ফাগুন
কুন্তলে অমানিশা
হৃদয়ে আগুন
আমি মনের মানুষ বলি তারে।।
মনে হয় ফুল হই
কুঞ্জবনে,
তার একটু পরশ নেই
খুব গোপনে
যদি খোঁপায় সে পরে আমারে।।
বুকে তার কত ঢেউ
আমি মুখ দেখে পারি না যে বলিতে
কেন সে আমারে চায় ছলিতে।
মনে হয় মধুমাসে
হই মধুকর,
শুধু গুঞ্জনে ভরি তার
অলস প্রহর;
রাখি একটু পরশ তার শাড়ীর পাড়ে।।
সুর: আনোয়ার উদ্দিন খান
মন্তব্য করুন