আমার শাদা ক্যানভাসে কে রঙ চড়ালো
চারপাশে কে জ্বালিয়ে দিলো রঙিন আলো;
আমাকে শূন্য ভেবে পূর্ণ করার খায়েশ কি তার?
জানেনা অন্তমিলের অভাব কেনো এই কবিতার।
সে শুধুই শব্দ ঘাটে মাত্রা গোণে হৃদয় বোঝে না
কবিতার অলংকারে রূপ খোঁজে সে জীবন খোঁজে না;
ও তার রঙিন আলোর মিছিল দেখে হাসে অন্ধকার!
আমাকে শূন্য ভেবে পূর্ণ করার খায়েশ ছিলো তার…
যদি সে বাসতো ভালো আসতো কাছে শর্ত না দিয়ে
আমি তার চলার পথে হৃদয় আমার দিতাম বিছিয়ে;
ও তার শূন্য হাতেই দিতাম তুলে সবটুকু আমার।
আমাকে শূন্য ভেবে পূর্ণ করার খায়েশ ছিলো তার…
১৯/০১/২৩
মন্তব্য করুন