দোলে লাল দুল জ্বলোজ্বলো জোনাকী
ওড়ে নীল শাড়ী ঝিলমিল জানো কি
কে আমার তুমি ওগো জালো কি?
দোলে মঞ্জরী বংকিম বেণীতে
বাঁশী বলে গুণগুণ ধ্বনিতে
আজ মেঘে ফোটে বিজলীর সোনা কি।।
পথে যেতে ঝরে ফুল চকিতে
বুঝি দেখা হলো দুই চেনা সখিতে।
ওড়ে চঞ্চল অঞ্চল রূপালী
মনে জ্বলে স্বপ্নের দীপালী
আর আনমনে এই গান শোনা কি।।
মন্তব্য করুন