ডাগর নয়নে কী মায়া জড়ানো
সে কথা সাগর জানে,
জীবনে আমার পূর্ণিমা হয়ে
সে শুধু জোয়ার আনে।।
কবরীতে যার মেঘের মাধুরী দোলে
আঁখির আভাসে আবেশে হৃদয় ভোলে
ভালো লাগে তারে আর কিছু নয়
দূরে থাকি অভিমানে।।
যত সে গরবী কাছে আসে তার
মহুয়া মাতাল হাসিতে
হৃদয় যে শুধু হার মানে আর
মন চায় ভালোবাসিতে।
কিছুই না বলে যে কথা যায় সে বলে
সেই ভাষা মোর মদির কণ্ঠে তোলে
গানের বেদনা, চাঁদ হয়ে সেতো
আমায় যে কাছে টানে।।
সুর: আনোয়ার উদ্দিন খান
মন্তব্য করুন