বাগানে নতুন একটা ফুল ফুটেছে জানো?
সে ফুলের গন্ধে সবাই নাক ধরেছে, যাচ্ছে না দাঁড়ানো!
গলিতে নতুন একটা লাশ পড়েছে, লাশে
কি দারুণ সুবাস! সবাই ভীড় করেছে লাশের আশেপাশে!!
সেদিকে ছুটছে সবাই যাচ্ছে না থামানো…
করেছে শমন জারি কতক ফাঁড়ি-
সবাই যাবে ফুলে!
অথচ যাচ্ছে সবাই গলির দিকেই
নানান শ্লোগান তুলে!!
শ্লোগানে হাঁকছে গলা মেঘের মতো
নেংটা পোলাপানও!
বাগানে দারুণ সে ফুল প্রেম পেলো না
কেমন এ পাগলামি,
ভাবতে ভাবতে হঠাৎ গলির মুখে
শ্লোগান দিলাম আমি!
অবিশ্বাসের দোলায় ভীষণ দুলছে আমার কানও…
২৬/০১/২৩
মন্তব্য করুন