লক্ষ পাথরে গড়া এ পাহাড়
ভেঙে হ’ল একাকার
চলো এক সাথে তুলে নেই হাতে
পাহাড় গড়ার ভার।।
ঘুম ছেড়ে তুমি ছুটে এসো কারিগর
চলো এক সাথে গড়ি মানুষের ঘর
এক সাথে আজ খুলে যাই দ্বার
সুপ্ত পূর্বাশার।।
অযুত প্রাণের মুক্তি স্বপ্ন নিয়ে
গড়ি কোহেতুর লক্ষ পাথর দিয়ে
জীবনের গানে ভরে তুলি মন
এ মরু শূণ্যতার।।
সুর: আবদুল আহাদ
স্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু
মন্তব্য করুন