শোন বোলবো তোমায় আমি একটি কথা
যদি শুনবে মেয়ে
তার অন্তরে ফাল্গুনী মর্মরতা
তুমি শুনবে মেয়ে।।
যেয়ো না, যেয়ো না তুমি বনের পথে
ঐ নূপুর পায়ে
তার ছন্দে মাতাল নেশা উঠবে জেগে
ঐ নদীর গায়ে
আমি সইতে পারি না তার সে মত্ততা।।
যেয়ো না, যেয়ো না তুমি বনের পথে
ওগো স্বপ্নপরী
তার কাঁকনের গুঞ্জনে উঠবে জেগে
ভীরু বন ময়ূরী।
তুলো না তুলো না তুমি ঢেউয়ের নেশা
ঐ অংগ ঘিরে
তার চপল সোহাগ লেগে আবীর ঝরে
ঐ নদীর তীরে
আমি সইতে পারি না তার সে মধুরতা।।
মন্তব্য করুন