তুমি আমার গানের আড়ালে করেছ
আলোর ভূবন রচনা
কণ্ঠে আমার তাই এত মায়া জাগে,
নয়নে আমার তাই এত রঙ লাগে।।
ফাল্গুনে তুমি তনিমা সাজাও ফুলে
আর দূর হতে আমি বীণাখানি হাতে তুলে
নতুন সুরের সৌরভ আনি
মধু বসন্ত রাগে।।
জীবনের ধূপ গন্ধ আনে
আপনার বিনিময়ে
মাটির বাসর রামধনু রচে
তারই সাত রঙ লয়ে।
গরবী তোমার করবী জড়ানো অলকে
রাতের মধুর স্বপন ছড়ালো বল কে
সে যে শুধু মোর সুরের কাকলি
তুমি কি বোঝনি আগে।।
সুর : আনোয়ার উদ্দিন খান
মন্তব্য করুন