দয়া কর খোদা, হে রহীম! রহমান!
বিলাও তোমার শান্তি, করুণা
শত ধারে অফুরান
দয়া কর।।
যারা আছে দূরে পথে প্রান্তরে
মরু ও পাহাড়ে, সুদূর সাগরে,
তাদের উপর ঝরুক তোমার
প্রশান্তি অম্লান।।
যারা গৃহবাসী, পথচারী যারা
তোমার করুণা পায় যেন তারা
পথ হারা কত পায় যেন খুঁজে
মঞ্জিল সন্ধান।।
পীড়িত, রুগ্ন, পঙ্গু, আতুর
যারা বঞ্চিত, যারা ব্যথাতুর,
তারা যেন পায় স্বাস্থ্য, সুষমা
করুণা হে মহিয়ান।।
এ ধরণী থেকে যারা গেছে চলে
মিশে গেছে যারা আঁধারের কোলে
পায় যেন তারা অশেষ জীবনে
শুভাশীষ; কল্যাণ।।
মন্তব্য করুন