নাই তো মাবুদ আল্লাহ ছাড়া
তৌহিদী সুর জাগায় সাড়া,
জাগায় সাড়া।।
আল্লাহ ছাড়া মাবুদ যে নাই
তাঁকেই শুধু সিজদা জানাই,
জামাত বেঁধে আমরা দাঁড়াই
মিথ্যা দিলে মাথাচাড়া।।
আল্লাহ ছাড়া কারো কাছে
নোয়াই না শির, সামনে পাছে
খোদার অভয় ঘিরে আছে
বিঘ্ন বিপদ ক’রলে তাড়া।।
আল কুরানের পুণ্যালোকে
কেউ মানি না অসত্যকে
কালাম পাকের এই ঝলকে
বজ্র বাজে জয় নাকাড়া।।
মন্তব্য করুন