যে আঁধার কান্না করে
সে তোমার সঙ্গী না হোক,
সে তোমার সঙ্গী না হোক ও হরিণী
এ বুকে ফুল ফুটালে থাকবো ঋণী
অনন্তকাল থাকবো ঋণী।।
তুমি যার পিছে পিছে
সারাদিন ঘুরে বেড়াও মিছে মিছে
সে তোমার ডাকে সাড়া
দিলো নাতো কোনোদিনই।।
প্রেমিকের মূল্য বুঝে ক’জন খুঁজে নিতে পারে
দিও না অমূল্য ঐ প্রেম পেয়ালা যারে তারে?
এ হৃদয় শীতল কোরে যাওনা বয়ে স্রোতস্বিনী।।
২৮/০১/২৩
মন্তব্য করুন