আল্লাহ তুমি রিজিক দাতা
নাম তাই রাজ্জাক
সব প্রাণীকে দাও যে রুজী
দাও তুমি খোরাক।।
তোমার তারিফ তোমার গানে
জেগে ওঠে ভোর বিহানে
বিলে ঝিলে মাঠে রুজী
পায় যে পাখির ঝাঁক।।
মৌমাছিরা গুনগুনিয়ে
যায় যে কাজে গান শুনিয়ে
মধু খেয়ে সারাটা দিন
বাঁধে যে মৌচাক।।
পিঁপড়ারা পায় খুঁজে আহার
কঠিন শ্রমের ময়দানে, আর
কাজ ক’রে যায়; সারাটা ক্ষণ
শোনে কাজের ডাক।।
মন্তব্য করুন