বুকের কাছে মাথা রেখে
খোকা আমার ঘুমিয়ে পড়ে
বোঝে না সে হৃদয় মাঝে
কেমন সুখের বৃষ্টি ঝরে;
আমিই কি বুঝেছি আমার
ঝরতো কি বাবার অন্তরে
ঝরতো কি মায়ের অন্তরে?
খোকা আমার হাঁটতে শেখে
তার দুপায়ে হাঁটি আমি,
আমার বাবা মায়ের হাঁটা
কেমন ছিলো অন্তর্যামী?
টলতে টলতে তাদের হাঁটা
দেখবো আমি কেমন কোরে?
খোকা আমার বলতে শেখে
তার দুঠোঁটে বলি আমি
আমার বাবা মায়ের বলা
কেমন ছিলো অন্তর্যামী?
এইতো বিশাল ঋণের বোঝা
বইবো আমি কেমন কোরে?
২৮/০১/২৩
মন্তব্য করুন