নব সৃষ্টির বুনিয়াদ হ’ল শুরু
আমরা ক’জন কারিগর এক সাথে
গড়ি বুনিয়াদ একাগ্র সাধনাতে।।
এ বুনিয়াদের প্রতি ইটে আর
প্রতিটি পাথরে লেখা
সৃষ্টি মুখর সজীব মনের
তপ্ত রক্ত রেখা!
নতুন মিনার রঙিন খিলান
উঠিবে ভিত্তি ‘পরে
আমাদের বিশ্বাসে।।
বর্ষা শরৎ শেষ হয়ে যায় সুদূর দিগন্তরে,
হিমেল হাওয়ায় হেমন্তিকার হিম নিশ্বাস ঝরে
পউষের মাঠ মুখ তুলে চায়
ফিরে যায় মাঘ ফাল্গুন ফিরে আসে,
নব সৃষ্টির বুনিয়াদ গড়ি
আমরা ক’জন কারিগর একসাথে।।
ধ’রেছে ফাটল যুগ বিশীর্ণ যে রুগ্ন বুনিয়াদে,
যার ভিত্তির অতলে তিমির
বনি আদমের শত ব্যর্থতা কাঁদে
টানি না তো জের সে মৃত পাপের
টানি না সে মৃত মন,
আমরা ক’জন করি একসাথে
নব সৃষ্টির নয়া ভিত্ পত্তন।।
সুর: আবদুল আহাদ
স্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু
মন্তব্য করুন