যত্ন-আত্মি করে সারাটা রাত্রি ধরে
তুমি আনলে ডেকে এমন বিপত্তিই
আমি তোমায় দেখে অবাক হয়ে যাচ্ছি যে সত্যিই।।
তুমি জ্বাললে এ কোন আলো
আমার চোখের ঘুম তাড়ালো
এক মুহূর্তে উড়ালো শত হাজার আপত্তিই।
আমি খাতা কলম নিয়ে
তোমার চোখে চোখ ডুবিয়ে
কবি হতে হতে হলাম ডুবুরি সত্যিই!
তুমি বললে কথা বাজে
কোন গভীর কুয়োর মাঝে
সেই কুয়োয় আমি তলিয়ে যাচ্ছিই!
৩০/০১/২৩
মন্তব্য করুন