তুমি যাও চলে দূরে কোথাও
এ আগুন থেকে নিজেকে বাঁচাও
এ হাওয়ায় ডেকে আনে দাবানল
ভেঙে যায় সকল নিয়ম শৃঙ্খল।।
পালকে তোমার এ আগুন মেখোনা
হৃদয়ে এমন কবিতা রেখোনা
যে কাড়ে রাতের ঘুম দুচোখের
যে আনে ডেকে জোয়ারের ঢল।।
ও নাজুক পাখি দোহাই ডেকো না
ও লাজুক আঁখি মেলে থেকো না…
ব্যথাহীন কোথাও তোমার আবাসন
গড়ে নাও প্রিয়, এখানে এখন
চাটুকার আঁধার করেছে দখল;
কেনো গাও আজো এখানে গজল!?
০১/০২/২৩
মন্তব্য করুন