মুক্ত জনতা চলে
সাম্য ন্যায়ের গানে
দূর দূরান্ত পানে।।
নীহারিকা ভেঙে আসে তারকা নূতন,
আকাশে জাগে সাড়া
ঘাসের সবুজ শীষে
শিহরায় মৃত মরুমন।।
শিহীায় পদতলে বালিয়াড়ি হিম শিলাতল,
সুপ্ত বিহঙ্গেরা জেগে ওঠে প্রাণ-চঞ্চল,
রক্ত ঊষার তীরে ওরা দিগন্তচারী।।
আর্ত জনতা জাগে শুনি সে পদধ্বনি
ঘুমন্ত জনপদে সে সুর ওঠে রণি
জীর্ণ ধরণী ‘পরে গড়ে নিতে নূতন পৃথিবী।।
সুর: আবদুল আহাদ
স্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু
মন্তব্য করুন